সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ এ হালের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথম বারের মতো জুটি বাঁধছেন উঠতি অভিনেত্রী পূজা চেরি, চলতি সপ্তাহে টাঙ্গাইলে সিনেমার দৃশ্যধারণে যোগ দিচ্ছেন তারা। প্রযোজক খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ২০২০-২১ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত এ সিনেমা পরিচালনা করছেন এস এ হক অলিক। খবর বিডিনিউজের। খসরু জানান, বুধবার থেকে টাঙ্গাইলের মহেরায় পূজা চেরি, আলী রাজসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী শুটিংয়ে অংশ নেবেন। ২৬ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন শাকিব খান। নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও নৌকাবাইচের গল্প পর্দায় তুলেন আনছেন পরিচালক অলিক। টাঙ্গাইলে সিনেমার শুটিং শুরুর পর জামালপুরের বিভিন্ন এলাকায় শুটিং করা হবে। পরবর্তীতে ঝালকাঠিতে শুটিংয়ের পরিকল্পনার কথা বলেছেন প্রযোজক।