শিল্পার স্বামী রাজের জামিন

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতারের দুই মাস পর জামিন পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গতকাল সোমবার ৫০ হাজার রুপি মুচলেকা নিয়ে তাকে জামিন দেন ভারতের মুম্বাইয়ের আদালত। খবর বাংলানিউজের। রাজের সঙ্গে তার সহযোগী রায়ান থর্পকও জামিন পান। রাজের জামিনের পর তার আইনজীবী নিরঞ্জন মুন্ডের্গি বলেন, ইতোমধ্যেই শেষ হয়েছে পুলিশের তদন্ত। চার্জশিটও পেশ করা হয়েছে। চার্জশিটে রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে সবচেয়ে বেশি সাত বছরের কারাদণ্ড হতে পারে তার। ভারতীয় সমপ্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার জামিনের আবেদন করেছিলেন রাজ। সেখানে তিনি বলেন, তাকে ফাঁসানো হচ্ছে। তিনি যে পর্নোগ্রাফি তৈরির সঙ্গে যুক্ত, তার কোনো প্রমাণ সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই।

পূর্ববর্তী নিবন্ধফের বিয়ে করলেন গায়িকা ইভা রহমান
পরবর্তী নিবন্ধএ বছর চলচ্চিত্র পুরস্কারের জন্য লড়বে ১৪ সিনেমা