দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে সিপিবির উদ্বেগ

পাঁচলাইশ থানা শাখার সভা

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানা কমিটির সভায় নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার বাদুরতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিপিবি নেতারা বলেন, করোনা মহামারির আর্থিক বিপর্যয় সত্ত্বেও মানুষের ওপর বাড়তি কর চাপানো হয়েছে। সাম্রাজ্যবাদের পরামর্শে পাট, চিনিসহ শিল্প ধ্বংস ও কৃষিতে সরাসরি কৃষকের হাত থেকে ক্রয়ের ব্যবস্থা না করে সরকার মধ্যসত্ত্বভোগীদের কাছে অর্থনীতিকে জিম্মি করেছে। স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা এখনো বেহাল। চাকুরীচ্যুতি, বেকারত্ব এক ভয়াল পরিস্থিতি তৈরি করেছে।
সিপিবি পাঁচলাইশ থানা সভাপতি কমরেড মোহাম্মদ মুছার সভাপতিত্বে সভায় রাজনৈতিক ও সাংগঠনিক বক্তব্য উপস্থাপন করেন সিপিবি জেলা কমিটি সদস্য ও পাঁচলাইশ থানা সম্পাদক কমরেড রাহাতউল্লাহ্‌ জাহিদ। আলোচনা করেন কমরেড জামালউদ্দিন, কমরেড বাদল কান্তি নাথ, কমরেড রিংকু দে প্রমুখ। সভায় সবার জন্যে ভ্যাকসিন নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এলাকার নালা-নর্দমা সংস্কার করে জলাবদ্ধতা নিরসন, ভাঙা রাস্তাঘাটের মেরামত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাট-পতেঙ্গা সড়কের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিন : সুজন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিভাগীয় হজ্ব অফিস চালুর দাবি