প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির সভাপতি হাসিনা মহিউদ্দিন। উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।সভায় ইউনিভার্সিটির অর্থ কমিটি কর্তৃক ২০২০-২০২১ সালের সংশোধিত বাজেট অনুমোদিত হয় এবং ২০২১-২০২২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। বাজেটে গবেষণার জন্য গত বছরের তুলনায় এই বছর বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়, যা শিক্ষক ও মেধাবি শিক্ষার্থীরা গবেষণার জন্য পাবেন। এছাড়াও বিশেষ বরাদ্দ রয়েছে বই ও আন্তর্জাতিক জার্নালসমূহ ক্রয় করার জন্য।
সভায় ট্রেজারার প্রফেসর এ. কে. এম তফজল হক, সাবেক এমপি সাবিহা মুসা, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার (অ্যাকাউন্টস) রাজিব কুমার বৈদ্য ও শিহাব উদ্দিন কবির। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার সঙ্গে অর্থ কমিটির সদস্য হিসেবে সংযুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।