মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, আলো পরিবার (ALO- Addiction Life Overcome) ও হেল্প পরিবারের যৌথ উদ্যোগে গতকাল ২০ সেপ্টেম্বর নাসিরাবাদ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, মাস্ক ও হ্যাণ্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর চট্টমেট্রো উপ-অঞ্চলের সহযোগিতায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর চট্টগ্রামের উপ – পরিচালক মুকুল জ্যোতি চাকমা, নাসিরাবাদ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম . ফরিদুল আলম হোসাইনি, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারী উপ – পরিচালক এমদাদুল ইসলাম মিটুন, সোমেন মণ্ডল, আলোর নির্বাহী মইনুল হক মনা, হেল্পের নির্বাহী মো. মোরশেদ আলম শিপনসহ আলো পরিবার ও হেল্প পরিবারের সকল কর্মকর্তাবৃন্দ। এসময় উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা উপস্থিত ছাত্রদের মাঝে মাদকের ভয়াবহতা ও মাদক থেকে কীভাবে দূরে থাকা যায় তা নিয়ে কিছু শিক্ষামূলক দিক নির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।