রাঙ্গুনিয়া উপজেলার পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির বিশেষ উদ্যোগে ৭৪ লাখ টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছে। এর ফলে মাদ্রাসাটির দীর্ঘদিনের ভবন সংকট নিরসনের পাশাপাশি পাঠগ্রহণের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার ভবন উদ্বোধন উপলক্ষে মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনএনকে ফাউণ্ডেশনের চেয়ারম্যান মো. খালেদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মারফতুন্নুর আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোজাহেদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী গিয়াসু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, আবদুল ওয়াহাব, অধ্যাপক ড. আবদুল মাবুদ, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, আবু তাহের, সাঈদ মাহমুদ রণি, মোহাম্মদ আলী প্রমুখ। শেষে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।