দৈনিক আজাদীর সিনিয়র সহ-সম্পাদক মো. নিযাম উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার দুপুরে দৈনিক আজাদীর প্রধান কার্যালয়ের হিসাব বিভাগের উদ্যোগে সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. আবদুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন প্রগ্রেসিভ ডিজাইনের স্বত্বাধিকারী মো. সুজা চৌধুরী। ক্রেস্ট প্রদান করেন সম্পাদক ও ফুলেল শুভেচ্ছা জানান পরিচালনা সম্পাদক।
সংবর্ধনা সভায় সভাপতির বক্তব্যে সম্পাদক এম এ মালেক সদ্য অবসরপ্রাপ্ত মো. নিযাম উদ্দিনের কর্মময় জীবনের প্রশংসা করেন। তিনি বলেন, নিযাম উদ্দিন একজন দক্ষ, নির্লোভ ও নির্মোহ ব্যক্তি হিসাবে দৈনিক আজাদীতে তাঁর যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন। যা আজাদী চিরদিন স্মরণ করবে। তাঁর অদূর ভবিষ্যৎ জীবনে যখন দৈনিক আজাদীর কাছে সহযোগিতার প্রয়োজন মনে হবে তখনই তাঁর জন্য আজাদীর দ্বার সব সময় উন্মুক্ত থাকবে। তিনি নিযাম উদ্দিনের সন্তানসহ পরিবারের সাফল্য কামনা করেন।
প্রধান অতিথি পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, নিযাম উদ্দিন একজন স্বচ্ছ, সততা ও নিষ্ঠার সাথে সিনিয়র সহ-সম্পাদক হিসাবে দৈনিক আজাদীতে দায়িত্ব পালন করেছেন। তাঁর জীবনের অধিকাংশ সময় এই সংবাদপত্রের পরিবারের সদস্য হিসাবে কাটিয়েছেন। তাঁর প্রতি আজাদীর ভালবাসা সারাজীবন অক্ষুণ্ন থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কোম্পানি সচিব ও হিসাব প্রধান সাখাওয়াত হোসেন, এইচ আর সরোয়ার জাহান, সিনিয়র এক্সিকিউটিভ মো. নুরুল হুদা প্রমুখ।












