সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ডা. মো. ওয়াহিদুর রহমান নামের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ওই চিকিৎসকের মৃত্যু হয়। ডা. ওয়াহিদুর রহমান চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ছিলেন। তবে কর্মরত ছিলেন নিউরো মেডিসিন বিভাগে। মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল ও চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার এ চিকিৎসকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক ও সহকর্মীরা জানিয়েছেন, গত ১৯ আগস্ট আগ্রাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. ওয়াহিদুর রহমান। প্রথমে চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২০ আগস্ট বিকেলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বেসরকারি একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই গতকাল তার মৃত্যু হয়।
চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার জানান, ওয়াহিদুর রহমান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ২য় ব্যাচের ছাত্র ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক। ডা. ওয়াহিদুর রহমানের মৃত্যুতে চট্টগ্রামের চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান। এছাড়াও বিমএমএ চট্টগ্রাম শাখাও গভীর শোক প্রকাশ করেছে।