আজ পালিত হচ্ছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব ‘মধু পূর্ণিমা’। বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি ভাদ্র মাসে এই উৎসব উদযাপন করা হয়। তাই এর নাম ভাদ্র পূর্ণিমা হলেও এটি ‘মধু পূর্ণিমা’ নামেই বেশি পরিচিত। এ পূর্ণিমা তিথিতে পারিলেয়্য বনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধকে বানরের মধু দানের ঘটনাটি উল্লেখযোগ্য।
দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বৌদ্ধ বিহারেও পালিত হয়েছে মধু পূর্ণিমা। নগরীর নন্দনকাননের চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এক শ্রামণের বুদ্ধের উদ্দেশে মধু দানের এ ছবিটি তুলেছেন অনুপম বড়ুয়া।