এমএন্ডএম বিজনেস কমিউনিকেশনের উদ্যোগে গত ১৬-১৮ সেপ্টেম্বর রেডিসন ব্লু বে ভিউ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৩ দিন ব্যাপী ‘ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপো-২০২১।’ ৩য় দিনের সমাপনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুন্দর এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এই ধরনের উদ্যোগ নারীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে সহায়ক ভূমিকা পালন করবে।
এমএন্ডএম বিজনেস কমিউনিকেশনের কর্ণধার মানজুমা মোর্শেদ বলেন, করোনা স্থবিরতা কাটিয়ে স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণ এবং নারী উদ্যোক্তাদের নিয়ে সফলভাবে এক্সপো সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও নারী উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।