প্রতি বছরের মতো এই বছরও ১৮ই সেপ্টেম্বর পৃথিবীর ১৮০ টি দেশে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হয়েছে। এই বছর বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে নিজেদের সম্পৃক্ত করার লক্ষ্যে ওশান সাস্টেনিবিলিটি ক্লাব গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের আনোয়ারায় পার্কি সমুদ্র সৈকতে ‘বিচ ক্লিনআপ ও ঘোস্ট গিয়ার আওরেনেস’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় ওশান সাস্টেনিবিলিটি ক্লাবের সাধারণ সম্পদাক ও সি ই ও ক্যাপ্টেন ফিরোজ মোস্তফা স্থানীয় জেলেদের মাঝে ঘোস্ট গিয়ার ও তার উৎপত্তি, সামুদ্রিক প্রাণীদের উপর এর বিরূপ প্রভাব ও সর্বোপরি মানব পরিবেশে এর ক্ষতিকর দিক সমূহ ব্যাখ্যা করেন।
কর্মশালার পরবর্তী অংশে স্থানীয় জেলে ও ওশান সাস্টেনিবিলিটি ক্লাবের সেচ্ছাসেবকবৃন্দ সকলে একযোগে সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে। পরিচ্ছন্নতা অভিযানের শেষে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজেকে সুরক্ষিত রাখা ও পারিপার্শ্বিক পরিবেশ পরিছন্ন রাখার স্বার্থে পুনঃ ব্যাবহারযোগ্য মাস্ক পরিধানে উৎসাহ প্রদানের অংশ হিসাবে ওশান সাস্টেনিবিলিটি ক্লাবের পক্ষ হতে সকলের মাঝে কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।