চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সমন্বয় সভা

| সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চাকরি স্থায়ীকরণের দাবিতে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি নিয়ে কার্যকরী পরিষদে আলোচনা করা হয় এবং সভায় সর্বসম্মতিক্রমে আগামী দিনে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেয়া হয়। ডিসেম্বরের আগে চাকরি স্থায়ী করা না হলে অনির্দিষ্ট কালের জন্য লাগাতার কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয় সভায়।
আহ্বায়ক আবু তাহেরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদস্য সচিব সাজু মহাজন। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক প্রভাষক শারাবান তাহুরা, প্রভাষক আমিন খাতুন, প্রভাষক নাজমুন নাহার, মাহাবুবুর রহমান, তাপস দে, খায়রুল বশর তসলিম, লিটন বড়ুয়া, জেসমিন আকতার, সাবিনা আকতার। পরিষদের আগামী দিনের কর্ম-পরিকল্পনা তুলে ধরেন সিনিয়র যুগ্ম সচিব জাহিদুল ইসলাম জোমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন সদস্য অর্পণ চাকমা, অলকা বিশ্বাস, পিন্টু আচার্য্য, মিথুন দাশ, খাইরুন্নেসা খানম, সৌমেন ভট্টাচার্য, সাধান বড়ুয়া, পিন্টু কুমার শীল, এরশাদুল ইসলাম, মুন্নী বিশ্বাস, শামীম বকসী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান দলইনগর উচ্চ বিদ্যালয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা