সেই তিমি দুটির প্রজাতি ও লিঙ্গ চিহ্নিত

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

গত এপ্রিলে হিমছড়ির সৈকত থেকে উদ্ধার মৃত তিমি দুটি বলিনোপেট্রা ইডেনি প্রজাতির বলে নিশ্চিত করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) ডেডিকেটেড রিচার্স টিম। সম্প্রতি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) কাছে এনআইবি থেকে প্রেরিত মৃত তিমি দুটির টিস্যু নমুনা বিশ্লেষণ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানান বুরি মহাপরিচালক। বুরি মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, এপ্রিলের ৯ তারিখ হিমছড়ি সমুদ্র সৈকতে সামুদ্রিক জোয়ারের সাথে ৪৪ ফুট দীর্ঘ একটি তিমির মৃতদেহ ভেসে আসে। পরদিন এর এক কিলোমিটার দক্ষিণে প্রায় একই আকারের আরেকটি তিমির মৃতদেহ ভেসে আসে। বুরির বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফের নেতৃত্বে বুরির বিজ্ঞানীরা মৃত তিমি দুটির নমুনা সংগ্রহ করেন। সেই নমুনা পরীক্ষার জন্য এনআইবিতে পাঠানো হয়। তিনি জানান, এনআইবিতে নমুনা প্রেরণের পর মলিকিউলার বায়োটেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কেশব চন্দ্র দাশ ও সিনিয়র বিজ্ঞানী ড. ছলিমউল্লাহর নেতৃত্বে চার সদস্যের ডেডিকেটেড বিশেষজ্ঞ দল গঠন করে।

পূর্ববর্তী নিবন্ধলেলাং পাইন্দং নানুপুরে জেলা পরিষদের গৃহ হস্তান্তর
পরবর্তী নিবন্ধরাউজান দলইনগর উচ্চ বিদ্যালয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ