অধ্যক্ষ এম সোলাইমান কাসেমীর এমফিল ডিগ্রি অর্জন

| সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্গত আরবি বিভাগের অধীনে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। ‘আবূ আইয়ূব আল-আনসারী (রা.) : হাদীসে তাঁর অবদান’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়। আরবি বিভাগের প্রফেসর ড. আ. ম. কাজী মুহাম্মদ হারুন উর রশীদের তত্ত্বাবধানে তিনি এ গবেষণাকার্য সম্পন্ন করেন। তাঁর পরীক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৩৪তম একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়। তিনি একই বিভাগ থেকে ২০০৯ সালে বি.এ (অনার্স) এবং ২০১০ সালের এম.এ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আকবর ইউসুফের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার