চট্টগ্রাম জেলা পাহাড়তলী থানার অন্তর্গত ১১ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত দক্ষিণ কাট্টলী গ্রাম। এই গ্রামে অতীতে অর্থাৎ ০৫ বছর আগে চেহারা ছিল খুবই উন্নত। বর্তমান এসে অর্থাৎ ৩/৪ মাস হলো রাস্তাটি চলাচল খুবই কষ্টসাধ্য। ক্লাব লাকী স্কয়ার থেকে সোজা জেলে পাড়া শ্মশান পর্যন্ত রাস্তাটি খুঁড়ে খাল বানিয়ে ফেলেছে। বর্ষাকাল আরো জীবন দুর্বিষহ। বর্ষাকাল আসলে রাস্তাগুলো খোঁড়াখুঁড়ি করে যেন ভেঙ্গে যায়।
জনগণের দুর্বিষহ জীবন তারা একদম ভাবে না। এলাকাবাসী প্রতিনিয়ত গালাগাল দিচ্ছে। আমরা কোন জমানায় বাস করছি। ভালো রাস্তাগুলো খুঁড়ে একদম শেষ করে দিচ্ছে। আর খালগুলো নালাতে পরিণত হচ্ছে। শুধু কষ্ট আর কষ্ট, সহ্য হচ্ছে না। পরিশেষে কমিশনার মহোদয়, মেয়র মহোদয়, মন্ত্রী মহোদয় এর বিশেষ অনুরোধ থাকবে অতি দ্রুততার সাথে জেলে পাড়া রাস্তাটি সংস্কার করে দিয়ে জনগণকে স্বস্তিতে ফেরার সুযোগ করে দিন।
রাজীব হোড় (রাজু), যুধিষ্ঠির মহাজন বাড়ি, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম-৪২১৯।











