চোর নিয়ে গেল জমি বিক্রির ১০ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন হেমসেন লেন এলাকায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক সঞ্জীব বড়ুয়ার বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ দশ লক্ষ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন আজাদীকে বলেন, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আমাদের টিম ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে।
অধ্যাপক সঞ্জীব বড়ুয়া আজাদীকে জানান, পরিবার নিয়ে তিনি গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার যান। এরমধ্যে গতকাল রোববার সকালে ফিরে এসে দেখেন হেমসেন লেন এলাকায় উত্তরায়ণ নামে জনৈক সুখেন্দু বড়ুয়ার বিল্ডিংয়ের পঞ্চম তলায় তাঁর বাসার জানালার গ্রিল ভাঙা।
ভেতরে সবকিছু ওলটপালট। পরে দেখেন আলমারি ভেঙে স্বর্ণালংকার এবং ওয়ারড্রবে রাখা জমি বিক্রির দশ লাখ টাকা নেই। তিনি জানান, কোতোয়ালী থানার এসআই বাবলু, এসআই মিজান ও এএসআই অনুপ এসে আলামত সংগ্রহ করেছেন। তাঁরা আশ্বাস দিয়ে গেছেন, অপরাধী অচিরেই ধরা পড়বে এবং মালামাল উদ্ধার হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাসেলসহ ইভ্যালির ২০ জনের বিরুদ্ধে আরেক মামলা