কর্ণফুলী নদীর আনু মাঝিরঘাট দিয়ে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্র মো. রাহাতের (১৩) লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে কর্ণফুলী নদীর ৭ নম্বর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। রাহাত নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার কামাল উদ্দীনের ছেলে। সে সদরঘাট সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান জানান, গত শনিবার দিবাগত রাতে ৭নম্বর ঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে আমরা লাশ উদ্ধার করি। এরপর পরিবারের লোকজন এসে শনাক্ত করলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে জোয়ারের স্রোতের মুখে পড়া ৫ বন্ধুকে স্থানীয় মাঝি মাল্লারা উদ্ধার করে। ওইসময় পানির তোড়ে তলিয়ে যায় রাহাত। তখন থেকে সে নিখোঁজ ছিল।












