বৃষ্টির কারণে তৃতীয় দিন খেলা হলো ৫.৪ ওভার

বাংলাদেশ ‘এ’ ও এইচপি দলের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ‘এ’ দল ও এইচপি দলের প্রথম চারদিনের ম্যাচের তৃতীয় দিনটি প্রায়ই ভেসে গেল বৃষ্টিতে। আগের দিন ব্যাটে-বলে লড়াই হলো দারুণ। পরদিন মাঠে নামার জন্য অপেক্ষা করতে করতেই গড়িয়ে গেল বেলা। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গতকাল শনিবার তৃতীয় দিন খেলা হয়েছে কেবল ৫ ওভার ৪ বল। এই সময়ে কোনো উইকেট হারায়নি এইচপি দল। তানজিদ হাসান ও তৌহিদ হৃদয় নিরাপদেই কাটিয়ে দিয়েছেন সময়টুকু। সারাদিন বৃষ্টির রাজত্বের পর বিকালে ব্যাটিংয়ে নামে আগের দিন ৩ উইকেটে ৪১ রান করা এইচপি। এরপর তারা খাতায় যোগ করতে পেরেছে ১৪ রান। দিন শেষে তাদের সংগ্রহ ৫৫। প্রথম ইনিংসে ৩৩৯ রান করা ‘এ’ দলের চেয়ে তারা পিছিয়ে ২৮৪ রানে। তানজিদ ৩১ ও হৃদয় ৯ রানে ব্যাট করছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধজাতীয় যুব হ্যান্ডবলে অংশ নিচ্ছে চট্টগ্রাম জেলা দল