বাংলাদেশ স্কাউটসের এমওপি বিভাগের আয়োজনে ও জেলা রোভারের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগের লোকাল কোঅর্ডিনেটরদের নিয়ে ম্যাসান্জার অব পিস গ্যাদারিং অনুষ্ঠান গত ১৭ সেপ্টেম্বর নগরীর ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। স্কাউটার মোহাম্মদ এনাম অনুষ্ঠানের উদ্বোধন করেন।সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রোভারের সম্পাদক অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা রোভারের সহকারী কমিশনার অধ্যাপক মো. নোমান, স্কাউটার মো. গিয়াসুদ্দীন,স্কাউটার মো. হাবিব উল্লাহ হীরু, স্কাউটার মো. মোস্তাফিজুর রহমান রকিব। স্কাউটার মাসুদা রেক্সনার সঞ্চালনায় এমওপি এম্বেসেডর ছিলেন মো. রাকিবুল ইসলাম রাহাত,মির মাহাবুব স্নিগ্ধ প্রমুখ। বাংলাদেশ স্কাউটস এমওপি বিভাগ ৭টি বিভাগে লোকাল কোঅর্ডিনেটরদের গ্যাদারিং অনুষ্ঠানের আয়োজন করেন।দিনব্যাপী প্রোাগ্রামের বিভিন্ন সেশন শেষে অংশগ্রহনকারীদের মাঝে ম্যাসান্জার অব পিসেরসনদ, স্কার্ফ, পিনব্যাজ ও মাস্ক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।