প্রধানমন্ত্রী সবসময় প্রবাসীদের প্রতি আন্তরিক : সুজন

বিমানবন্দরে পিসিআর ল্যাব

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই প্রবাসীদের প্রতি আন্তরিক বলে অভিমত প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শুক্রবার আরব আমিরাত প্রবাসীরা বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন বিষয়ে নিবিড় সহযোগিতা করায় সুজনকে ধন্যবাদ জানাতে গেলে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, দেশের বিমানবন্দরসমূহে পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকার কারণে যথাসময়ে কর্মস্থলে ফিরে যেতে পারছে না করোনাকালীন সময়ে ছুটিতে আসা আরব আমিরাত প্রবাসীরা। ফলে উৎকন্ঠায় পড়ে প্রায় লক্ষাধিক আরব আমিরাত প্রবাসী। সঠিক সময়ে কাজে যোগদান না করলে চাকরি হারানো এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কায় তারা বিমানবন্দরসমূহে পিসিআর ল্যাব স্থাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনতে নানামূখী কর্মপন্থা গ্রহণ করে। এরই ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী গত ৬ সেপ্টম্বর মন্ত্রিসভার বৈঠকে দেশের তিন বিমানবন্দরে দ্রুততম সময়ের মধ্যে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে ইতিমধ্যে সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রবাসীদের যেকোন সমস্যায় বর্তমানের মতো সুজনকে তাদের পাশে থাকার অনুরোধ জানান । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মো. ইলিয়াছ, এস এম মহিউদ্দিন বেলাল রনি, মোহাম্মদ নেওয়াজ কবির, মোজাম্মেল হক, জয়নাল উদ্দিন জাহেদ, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ রাসেল, মো. সিরাজ সুজন, এস এম সোলাইমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোকমান হাকিমের সৃষ্টিকর্ম সমাজে আলো ছড়াবে
পরবর্তী নিবন্ধমোদির ৭১তম জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা