চট্টগ্রামে এল সিনোফার্ম ও মডার্নার আরো ৩ লাখ ২৫ হাজার টিকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

সিনোফার্মের ৩ লাখ ১০ হাজার ও মডার্নার ১৫ হাজার ১২০ ডোজসহ আরো ৩ লাখ ২৫ হাজার ১২০ ডোজ টিকা পৌছেঁছে চট্টগ্রামে। গতকাল বৃহস্পতিবার সকালে এসব টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, চট্টগ্রামের জন্য আরো ৩ লাখ ১০ হাজার ডোজ সিনোফার্মের টিকা বরাদ্দ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ লাখ ২০ হাজার ডোজ বরাদ্দ উপজেলার জন্য। আর ৯০ হাজার ডোজ সিটি কর্পোরেশন এলাকার জন্য। বৃহস্পতিবার সকালে বরাদ্দকৃত এসব টিকা আমরা গ্রহণ করেছি।
সিনোফার্মের পাশাপাশি মডার্নার ১৫ হাজার ডোজ টিকাও এসেছে জানিয়ে সিভিল সার্জন বলেন, ২য় ডোজ প্রয়োগে মডার্নার আরো ১৫ হাজার ডোজ টিকার জন্য আমরা চাহিদা দিয়েছিলাম। একই সময়ে মডার্নার ১৫ হাজার ১২০ ডোজ টিকাও এসেছে। সবমিলিয়ে ৩ লাখ ২৫ হাজার ১২০ ডোজ টিকা পৌছেঁেছ। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরেজে রাখা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

পূর্ববর্তী নিবন্ধরাউজান উপজেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচবিতে চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ে জাতীয় কনফারেন্স শুরু আজ