সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধের দাবি

৯ সংগঠনের সমাবেশ

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতাল নির্মাণ বন্ধ ও বাংলাদেশ রেলওয়ে-ইউনাইটেড হাসপাতালের চুক্তি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৯ সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাসির উদ্দীন আহম্মেদ নাসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাফর হোসেন, সারোয়ার মোর্শেদ, বেলাল চৌধুরী, মাসুদ খান, জাতীয় মুক্তি হেমন্ত দাস ও কাওসার মনসুর। সমাবেশ পরিচালনা করেন মহিনউদ্দিন চৌধুরী লিটন।
সমাবেশে বক্তারা বলেন, সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামবাসী দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার জনগণের দাবি মানছে না। দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাউজান উপজেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল