গার্ল গাইডস্‌ এসোসিয়েশনের প্রশিক্ষণ কর্মসূচি

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ গার্ল গাইডস্‌ এসোসিয়েশনের উদ্যোগে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গাইড গাইডার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ওমরগণি এম. ই. এস. কলেজ মিলনায়তনে আঞ্চলিক কমিশনার নিরুপা দেওয়ানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আ. ন. ম. সরওয়ার আলম। প্রধান আলোচক ছিলেন স্থানীয় রেঞ্জার কাউন্সিলর প্রফেসর রীতা দত্ত। উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য নাজনীন হক, কাজী খায়রুন্নেছা, ট্রেইনার শায়েলা শারমীন, ইশরাত জাহান প্রমুখ। উল্লেখ্য ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রধান অতিথি বলেন, বৈশ্বিক করোনাকালীন সময়ে ও আপনারা গার্ল গাইডস্‌ দের পাশে থেকে সুষ্ঠুভাবে তাদের মানসিক বিকাশে সহায়তা দিয়ে তাদের স্বপ্নপূরণে অবদান রাখছেন। এতে গাইড গাইডারদের অবদান কোন অংশে কম নয়। প্রফেসর রীতা দত্ত পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানের সকল পর্যায়ের গার্ল গাইড ও গাইড গাইডারদের ধন্যবাদ জানান। শেষে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় পরিচালিত একটি রাষ্ট্র
পরবর্তী নিবন্ধপটিয়ার খানকায়ে কাদেরীয়ায় তৈয়ব শাহের (রা.) ওরশ