লোহাগাড়ায় প্যাথলজি ও ডেন্টাল সেন্টারে অভিযান, ৩ জনকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অনুমোদনহীন প্যাথলজি ও ডেন্টাল সেন্টার পরিচালনার অভিযোগে ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদর বটতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী, থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত, ভূমি অফিসের সমির চৌধুরী ও নয়ন দাশ।
জানা যায়, অভিযানে নিরুপন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোস্তাক আহমদকে ৪ হাজার টাকা, মজিদিয়া প্যাথলজি সেন্টারের পরিচালক আবদুর রহমানকে ৫ হাজার টাকা ও ডেন্টিস মোরশেদ আলমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী জানান, মেডিকেল প্র্যাকটিস আইন এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি এর ১৯৮২ এর ১০ ধারায় দুইজনকে ও আরেকজনকে ডেন্টিস আইনে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনুমোদনহীন প্যাথলজি ২টি বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভা
পরবর্তী নিবন্ধরাউজানে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন নিয়ে মতবিনিময়