সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমিতির সভা

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা গতকাল নতুন ফিশারীঘাটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সভাপতি আলী সওদাগর। সঞ্চালনা করেন সোনালী যান্ত্রিকের পরিচালক কাউসারুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্যজীবী লীগের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ও সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক (বাবুল সরকার)। আরো বক্তব্য রাখেন এডভোকেট মো. শফি, একেএম ফজলুল হক, খলিল সরকার, হাফেজ ইসমাইল, এরশাদুল আলম, সেলিম উল্লাহ, প্রবীর দাশ, শক্তি বিকাশ বড়ুয়া, হানিফ সওদাগর, মো. ইব্রাহীম, মো. ফারুক, নওশাদ সওদাগর, কুতুবউদ্দিন, দিদারুল আলম। উপস্থিত ছিলেন মো. শামসুর আলম, আবুল বশর, সাইফুদ্দিন রাসেল, জয়নাল আবেদনী, আবদুর নুর টিপু, মো. হাবিব, মো. জসিম, সুজিত দাশ, নাছির উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে তিন ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ১৪ বস্তা গুঁড়ো দুধসহ আটক ৪