চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কতৃক বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের শিক্ষকদের সাথে মতবিনিময় ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যাপক এ কে এম নূরুল বশর ভূঁইয়ার সভাপতিত্বে এবং লুবনা হুমায়ুন সুমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মনজুরুল ইসলাম বিপ্লব।
প্রধান বক্তা ছিলেন মেজবাহ উদ্দিন তুষার।
বিশেষ অতিথি ছিলেন কবি মোহাম্মদ কামরুল ইসলাম, কবিরুল ইসলাম, ডি আই এম জাহাঙ্গীর আলম, নূরুল পাশা, আমিনুল ইসলাম রিপন, এম এ মতিন, সাংবাদিক সুপলাল বড়ুয়া, জাহানারা বেগম পায়রা, নিলুফার বানু, মোকতার আহমেদ, নাজিম উদ্দীন চৌধুরী, আতিকুল ইসলাম, আবিদা সুলতানা, নূরুল আবছার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড অথচ এই শিক্ষকরাই করোনাকালে সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়েছে, যা সত্যি দুঃখজনক। রাষ্ট্র যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে শিক্ষকরা এই কঠিন পরিস্থিতিতে পড়ত না।
সভাপতি বলেন, করোনার কঠিন সময়ে সরকারি কোন সহযোগিতা শিক্ষকরা পাননি।
এক দেশে দুই ধরনের শিক্ষানীতি থাকতে পারে না, কেউ শিক্ষা না দিয়ে পুরো মাইনে পাবেন আর অন্যরা পাবেন না, এটা হতে পারে না। তাই দেশের শিক্ষানীতি নিয়ে সরকারের নতুন করে চিন্তা করা উচিত বলে তিনি মনে করেন। প্রেস বিজ্ঞপ্তি।