কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে ভূমি মন্ত্রণালয় ও তার আওতাধীন দপ্তর ও সংস্থার পাঁচজন কর্মকর্তা-কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গতকাল বুধবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে শুদ্ধাচার পুরস্কারের সম্মাননা সনদ তুলে দেন।
ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক মো. আব্দুল হাই ২০২০-২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। খবর বাসসের।
ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা দেবরাজ পাহলান মিঠু ও অফিস সহায়ক অর্জিত সরকার নিজ নিজ ক্যাটাগরিতে ২০১৯-২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রিজাউল করিম ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রাজিয়া সুলতানা নিজ নিজ ক্যাটাগরিতে ২০২০-২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।