যুগে যুগে আরো সমৃদ্ধ হোক দৈনিক আজাদী

করুণা আচার্য | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

বয়স যার বাড়ে শিকড় তার গাড়ে। জনপ্রিয় দৈনিক আজাদীর বয়স এখন বাষট্টি। শতবছর ছুঁতে আর বেশী দেরি নেই। তাঁর শুভ জন্মদিনে আমরা চাই লক্ষ বছর পরমায়ু লাভ করুক। আরো আরো জয় করে নিক পাঠক হৃদয়। ছুঁয়ে যাক পাঠকের অন্তরের অন্তস্থল। দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক সাহেবের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি এমন একটা পত্রিকা বাংলাদেশের মানুষকে উপহার হিসেবে দান করে গেছেন। এর কৃর্তী যশে তিনি বাংলার বুকে যুগে যুগে অমর হয়ে থাকেেবন। আজাদীর তথ্যবহুল সংবাদ পরিবেশনা পাঠকের মন জয় করে নিয়েছে। দৈনিক আজাদী এক সত্যসন্ধানী পত্রিকা। তাই ভোর না হতেই দৈনিক আজাদীর ছোঁয়া পেতে চাই সুপ্রিয় পাঠকবৃন্দ। আজাদী পত্রিকার সাথে পরিচয় ১৯৭৭ সাল থেকে। তবে চাকরির বিজ্ঞাপন দেখার জন্য রাস্তার পাশের এক দোকানে এসে এসে আজাদী পত্রিকা দেখতাম। আজাদীর মায়া তখন থেকে আজও একই রকম আছে। এখনতো বাসায় প্রতিদিন ঘুম ভাঙার পর প্রথম পত্রিকা আজাদীই হাতে উঠে। আজাদীর সম্পাদকীয় আর সাহিত্য পাতা আমার প্রথম পড়া চাই। আমার আজ বেশি করে মনে পড়ছে কলাম লেখক সাখাওয়াত হোসেন মজনু ভাইকে। যখন উনার লেখা পেতাম এক নিঃশ্বাসে পড়ে নিতাম। আজাদীর মানদণ্ডে আজাদীই সেরা পত্রিকা। তাঁর জন্মদিন উপলক্ষে রজনীগন্ধার শুভেচ্ছা জানাই। আজাদী পত্রিকা আরো সমৃদ্ধ হোক এর পথ চলা লক্ষ লক্ষ বছর ছুঁয়ে যাক এই কামনা রইল। ভালোবাসায় কাটুক বেলা প্রিয় পত্রিকা দৈনিক আজাদীর।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর প্রতি ভালোবাসা
পরবর্তী নিবন্ধপ্রিয় পত্রিকা দৈনিক আজাদী