শতায়ু হোক পাঠকের আজাদী

শাহিদা আয়শা | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

আজাদী শব্দের আভিধানিক অর্থ মুক্তি। ষাটের দশকে পূর্ব পাকিস্তানের মানুষ যখন পাকিস্তানি শাসন -শোষণ-বঞ্চনা থেকে মুক্তির আন্দোলনে সোচ্চার হয়ে উঠছিলো ঠিক তখনি চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেকের হাত ধরে গণমানুষের মুখপাত্র হয়ে আবির্ভূত হয়েছে ‘দৈনিক আজাদী’। সেই থেকে চট্টগ্রামের গণমানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, চাওয়া-পাওয়া, অভাব-অভিযোগ সাথে নিয়ে পেরিয়ে এসেছে সুদীর্ঘ ৬১ বছর। ‘আজাদী’ মূলত চট্টগ্রামের আয়না। এতে প্রতিফলিত হচ্ছে চট্টগ্রামের প্রতিদিনকার চলমান জীবনের প্রতিচ্ছবি। ১৯৭১ পরবর্তী যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে যখন স্বাভাবিক জীবনযাত্রাই ব্যাহত, তেমন পরিস্থিতিতে দেশ বিদেশের সংবাদ সংগ্রহ করে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক হিসেবে পুনঃ পথচলা শুরু করে আজাদী। তখনকার বিভিন্ন সংবাদ এখনো প্রামাণ্য দলিল হিসেবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে, যা এখনো বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে আমাদের জানার সুযোগ হচ্ছে। সেই থেকে এখনো চট্টগ্রামের গণমানুষের সাথে থেকে তাদের জীবনযাত্রাকে যেমন তুলে ধরছে, তেমনি ন্যায় ও সত্যের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি সম্পাদকীয়, সাহিত্যসহ বিভিন্ন পাতায় লেখার সুযোগ করে দিয়ে সৃজনশীল প্রতিভার বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এভাবেই ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সাধনার পথে উত্তরোত্তর সমৃদ্ধ হোক আজাদীর পথচলা। আজাদীর সম্মানিত সম্পাদক, সহ-সম্পাদক, বিভাগীয় সম্পাদক, রিপোর্টার, কলাকুশলীসহ আজাদী পরিবারের সকলের প্রতি জানাই আন্তরিক অভিবাদন ও নিরন্তর শুভকামনা।

পূর্ববর্তী নিবন্ধসত্যের মশালবাহী দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী গণমানুষের ভালোবাসায় সিক্ত