সাড়ে ছয় মাস পর চট্টগ্রামে সংক্রমণের হার সর্বনিম্ন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৭ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ৩ দশমিক ৭৯ শতাংশ। এটি গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ হারের রেকর্ড। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সংক্রমণ হার ২ দশমিক ৬৬ শতাংশ পাওয়া গিয়েছিল। এরপর থেকে আর চারের নিচে নামেনি।
৫৭ জন আক্রান্তের এ দিন ১ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৩৬ জন ও ছয় উপজেলার ২১ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ চন্দনাইশে ৯, রাঙ্গুনিয়ায় ৪, সীতাকুণ্ড ও ফটিকছড়িতে ৩ জন করে এবং রাউজান ও হাটহাজারীতে ১ জন করে রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১ লাখ ১ হাজার ১৯ জন। এর মধ্যে নগরীর ৭৩ হাজার ২১৮ ও উপজেলার ২৭ হাজার ৮০১ জন। এদিকে চট্টগ্রামে আরো ১ জনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৭৭ জন। এতে নগরীর ৭০৪ ও উপজেলার ৫৭৩ জন।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২২ জন। জেলায় মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৮৩ হাজার ৮৬৪ জনে উন্নীত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধধুঁকছে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠ
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে এবার হোপ ক্লিনিক