বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে যৌথ বাহিনীর ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ঘটনায় জনসংহতি সমিতি(জেএসএস)-এর ৪ কর্মীকে জেলে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতের নির্দেশে পুলিশ তাদের কারাগারে পাঠায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সরকারি কর্তব্যকাজে বাধা, হত্যার উদ্দেশ্যে যৌথ বাহিনীর সদস্যদের গুলি বর্ষণ ও বিজিবি সদস্যদের মারাত্মক রক্তাক্ত জখমের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার’রাতে বিজিবি পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) রাজনীতির সাথে সম্পৃক্ত ৪ জন কর্মীকে আটক করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয় তাদের। আজ বুধবার সকালে পুলিশ তাদের বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আসামীদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোহাম্মদ খোরশেদ আলম সিকদার।
তারা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের কামিরমূখ চাকপাড়া এলাকার মংলা প্রু চাক কারবারি (৬০), লাগ্যাছু চাক (৪৫), মংলা থোয়াই চাক (১৫) এবং চিংলা অং চাক (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায়
গত ৪ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় বিজিবির হাবিলদার মো. তাজিম উদ্দীন বাদী হয়ে থানায় দায়ের করা মামলায় আটক ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উথোয়াহ্লা মারমা ও ম্যানরুম মুরুং নামে আরও দুই আসামীকে আটক করা হয়েছিল। তারাও জেল হাজতে রয়েছে।