বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে একটি মৃত বোয়াল মাছ ভেসে উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে হালদা সংযুক্ত মাদারী খালের মুখে এই মৃত মাছটি ভেসে উঠে। মাছটির ওজন প্রায় ১০ কেজি হতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ প্রসঙ্গে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, একটি মৃত বোয়াল ভেসে উঠেছে বলে শুনেছি। মাছটি বিভিন্ন কারণে মারা যেতে পারে। মাছটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই আর মাছটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে না। তাছাড়া বোয়াল মাছ আমাদের টার্গেট না, তাই এটি নিয়ে তেমন আগ্রহ নেই। যদি আমাদের টার্গেট ফিস (কার্প জাতীয়) হতো তাহলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করতাম।