সেরা করদাতার সম্মাননা পেল উত্তরা গ্রুপ

| বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়োজিত ২০২০-২১ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং খাতে দেশের অন্যতম শীর্ষ করদাতা হিসাবে উত্তরা মোটর্স লিঃ এবং উত্তরা অটোমোবাইলস লিঃ বিশেষ সম্মাননা অর্জন করেছে।
উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে ২০২০-২১ অর্থবছরের ম্যানুফ্যাকচারিং খাতে অন্যতম শীর্ষ আয়কর প্রদানকারী হিসাবে বিশেষ সম্মাননা ও স্মারক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) (গ্রেড-১) মো. আলমগীর হোসেন, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) মোহাম্মদ গোলাম নবী প্রমুখ। উল্লেখ্য, উত্তরা গ্রুপ অব কোম্পানিজ দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান, গত চার দশকেরও বেশি সময়ে ধরে সুনামের সাথে বাংলাদেশে গাড়ি উৎপাদান ও বাজারজাতকরণ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বতন্ত্র প্রার্থী জিয়াবুল ও ১৬ কর্মীর বিরুদ্ধে নৌকার প্রার্থীর মামলা
পরবর্তী নিবন্ধঅনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এক সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ