নিঃসঙ্গতা থেকে মুক্তি পাবে শিক্ষার্থীরা

প্রফেসর ড. অনুপম সেন

| বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন আজাদীকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত ইতিবাচক ভাবেই দেখছি। কারণ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নি:সঙ্গতায় ভুগছিল। এ নি:সঙ্গতা থেকে আত্মহত্যার ঘটনা বেড়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় তারা মানসিক চাপ মুক্ত হওয়ার সুযোগ পাবে। তাছাড়া আমাদের দেশে করোনার হারও কমে এসেছে। আমেরিকায় ৩২ কোটি মানুষের দেশে মারা গেছে ৭ লাখ মানুষ। সেখানে ১৭ কোটি মানুষের এই দেশে মারা গেছে ৩০ হাজার। এখন আমাদের কর্তব্য হলো, শিক্ষক অভিভাবক সকলকেই সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। তিনি এ প্রসঙ্গে শিক্ষানীতিতে পরিবর্তনের প্রশংসা করে বলেন, তৃতীয় শ্রেনী পর্যন্ত পরীক্ষা তুলে দেয়ার সিদ্ধান্তটি খুবই প্রয়োজন ছিল। কারণ তাদের বয়সটি হেসে খেলে বড় হওয়ার বয়স। এ বয়সে পরীক্ষার নামে অহেতুক পড়ার চাপ দেয়ার কোন মানে হয় না। তারপর পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা তুলে দেয়া, ক্লাস টেন পর্যন্ত কোন পার্থক্য না রেখে সকল বিষয়ে লেখাপড়া বাধ্যতামূলক করার বিষয়টিও প্রশংসার দাবি রাখে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া