নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস্ বাংলাদেশ লিমিটেড আয়োজন করেছে ডেজার্ট মেকিং কম্পিটিশন ‘ডিপ্লোমা প্রেজেন্টস মাস্টার অফ ডেজার্টস সিজন-২’। এর মাধ্যমে নির্বাচিত করা হয়েছে সেসব প্যাশনেট ডেজার্ট মেকারদের, যারা ডেজার্ট মেকিংয়ে শৈল্পিক ও নান্দনিক ভাবনার প্রতিফলন ঘটান। যারা নিজেদের ডেজার্ট রেসিপি নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তাদের সবার জন্যই উন্মুক্ত ছিলো ডিপ্লোমা মাস্টার অফ ডেজার্টস সিজন-২ এর প্লাটফর্ম। শীর্ষ ২০ প্রতিযোগী নির্বাচন করার পুরো প্রক্রিয়াটি ঘটেছে ডিজিটাল মাধ্যমে।
গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড ফিনালে সেশন। গ্র্যান্ড ফিনালের ভেন্যু ছিলো হাতিরঝিলের ওয়াটারফ্রন্ট কনভেনশন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস্ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার আসিফুর রউফ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতার প্রধান তিনজন বিচারক কল্পনা রহমান, মোহাম্মদ আবু তালেব এবং মোহাম্মদ আলীর সাথে বিশেষ অতিথি বিচারক ছিলেন রন্ধনশিল্পী নাহিদ ওসমান। গ্র্যান্ড ফিনালের ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান সেশনে স্বাগত বক্তব্য দেন, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস্ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার আসিফুর রউফ। প্রেস বিজ্ঞপ্তি।