ফরহাদাবাদ সরকারি শিশু পরিবারে ফুটবল টুর্নামেন্ট শুরু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালক), ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রামের উদ্যোগে গতকাল সোমবার প্রতিষ্ঠানের খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রতিষ্ঠান) মোহাম্মদ ওয়াহিদুল আলম ও সহকারী পরিচালক (কাযর্ক্রম ও সামাজিক নিরাপত্তা) শাহনাজ পারভীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী তত্ত্বাবধায়ক মো. মমিনূল হক, সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ, অফিস সহকারী মো. কামরুল হাসান, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আইয়ুব প্রমুখ। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। টুর্নামেন্টে প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে গঠিত কৃষ্ণচুড়া, রজনীগন্ধা, শাপলা, গোলাপ, হাসনাহেনা ও শিমুল নামে ৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে শাপলা দল গোলাপ দলকে ২-০ গোলে পরাজিত করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বারৈয়াঢালা মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধরাইজিং ষ্টার ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত