গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক সেবা বহরে যুক্ত হলো নতুন আরো একটি অ্যাম্বুল্যান্স। জাপানি টয়োটা ব্রান্ডের মালিকানা সহকারে এ অ্যাম্বুল্যান্সটি কেন্দ্রীয় কমিটিকে প্রদান করে গাউসিয়া কমিটি সৌদি আরব শাখা। গতকাল রবিবার নগরীর চেরাগি পাহাড় মোড়ে দৈনিক আজাদী কার্যালয় সম্মুখে যাত্রা শুরু করে এ অ্যাম্বুল্যান্সটি। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাম্বুল্যান্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এতে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী। গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও করোনা রোগী সেবা, মৃত কাফন-দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার। এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইলিয়াস উদ্দিন তৈয়্যবি, মাওলানা করিম উদ্দিন নূরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, মুহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ নাসির উদ্দীন, মুহাম্মদ শওকত হোসেন, খোরশেদ আলম মন্টু, জাহাংগীর আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, লায়ন মুহাম্মদ আবু নাসের রনি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক বলেন, বাংলাদেশে করোনা মহামারীর শুরুতে যখন কেউ কারো ছিলনা তখন গাউসিয়া কমিটির কর্মীরা বিপন্ন মানবতার সেবায় জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছে। তিনি নিজ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তাঁর আপনজনদের জন্যে গাউসিয়া কমিটির মানবিক সেবা কার্যের অবদান স্মরণ করেন এবং করোনায় মৃত মানুষের গোসল-কাফন-দাফনসহ সকল মানবিক কর্মসূচিকে মানবতা রক্ষায় অনন্য নজির বলে উল্লেখ করেন। দৈনিক আজাদী মানবিকতার পক্ষে নিবেদিত থাকবে মন্তব্য করে এম এ মালেক গাউসিয়া কমিটির মানবিক সেবা কার্যে সহযোগিতা করতে দেশ-বিদেশের বিত্তবানদের প্রতি আহবান জানান। এসময় অতিথিবৃন্দ বলেন, বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত অর্থ দিয়ে অ্যাম্বুল্যান্স কিনে গাউসিয়া কমিটির মানবিক সেবা কার্যে যারা সহযোগিতা করেছেন তাদের এ মহৎ কাজ সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। তাঁরা বলেন, ত্বরিকতের মৌলিক শিক্ষায় নিবেদিত গাউসিয়া কমিটির অহিংস-মানবিক কর্মসূচি করোনা মহামারীতে মানবতার মান বাঁচিয়েছে। পরে আজাদী সম্পাদক এম এ মালেক সহ অতিথিবৃন্দ ফুলের লরি কেটে এবং দোয়া-মুনাজাতের মাধ্যমে অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।