সিনোফার্মের আরো ৩ লক্ষাধিক ডোজ টিকা আসছে চট্টগ্রামে

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

সিনোফার্মের আরো ৩ লাখ ১০ হাজার ডোজ টিকা আসছে চট্টগ্রামে। আগামী বুধবারের মধ্যে এসব টিকা চট্টগ্রামে পৌঁছতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। সিভিল সার্জন গতকাল আজাদীকে বলেন, চট্টগ্রামের জন্য আরো ৩ লাখ ১০ হাজার ডোজ সিনোফার্মের টিকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ লাখ ২০ হাজার ডোজ বরাদ্দ উপজেলার জন্য। আর ৯০ হাজার ডোজ সিটিকর্পোরেশন এলাকার জন্য।
বুধবারের (১৫ সেপ্টেম্বর) মধ্যে বরাদ্দকৃত এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ে পৌছঁতে পারে বলে আমাদের জানানো হয়েছে। এছাড়া ২য় ডোজ প্রয়োগের জন্য মডার্নার আরো ১৫ হাজার ডোজ টিকা চাওয়া হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, কিন্তু মডার্নার টিকা পাঠানো হচ্ছে কী না, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত কোন তথ্য পাইনি। তবে একই সময়ে মডার্নার টিকাও পাঠানো হবে বলে আমরা আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধস্কুল খুললেও সচল হয়নি বিআরটিসির স্কুলবাস
পরবর্তী নিবন্ধকালভার্টের নিচে পাওয়া গেল বামপন্থী নেতা টুটুলের লাশ