চট্টগ্রামে চার মাসে সর্বনিম্ন সংক্রমণ আরো তিন মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় করোনা সংক্রমণ কমে আসছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৫৩ জন সংক্রমণের শিকার হয়েছেন। এটি গত ১১৮ দিন বা চার মাসের মধ্যে সর্বনিম্ন। সংক্রমণের হার ৪ দশমিক ৭৪ শতাংশ। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ১১৮টি। সর্বশেষ ১৬ মে চট্টগ্রামে সর্বনিম্ন ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। নতুন পজিটিভ ৫৩ জনের মধ্যে নগরীর ৩০ জন ও উপজেলার ২৩ জন। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৮০১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নগরীর ৭৩ হাজার ৮৫ জন ও উপজেলার ২৭ হাজার ৭১৬ জন।
উপজেলায় আক্রান্ত ২৩ জনের মধ্যে চন্দনাইশে সর্বোচ্চ ৫ জন, সীতাকুণ্ড ও সাতকানিয়ায় ৪ জন করে, বোয়ালখালীতে ৩ জন, বাঁশখালীতে ২ জন, হাটহাজারী, মীরসরাই, রাউজান, সন্দ্বীপ ও পটিয়া উপজেলায় ১ জন করে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। তিনজনই উপজেলার বাসিন্দা। এ ৩ জনসহ এ মাসের প্রথম ১১ দিনে করোনায় মৃতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নগরীর ৭০২ জন ও উপজেলার ৫৬৬ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে
পরবর্তী নিবন্ধস্কুল খুললেও সচল হয়নি বিআরটিসির স্কুলবাস