ভালোবাসার দৈনিক আজাদী

সালাহউদ্দীন শাহরিয়ার | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজাদী আজ ৬২ বৎসরে পদার্পণ করেছে। কিন্তু প্রতিষ্ঠা সময় পার করা অত্যন্ত দুরূহ এবং কঠিন। একটা সময় জাতীয় পত্রিকা সমুহ পাঠকের হাতে এসে পৌঁছতো দুপুর বেলা। বর্তমানে সকল জাতীয় পত্রিকাও খুব ভোরেই চলে আসে চট্টগ্রাম এর সাথে। আবার প্রায় সকল পত্রিকার অনলাইন ভার্সন ইন্টারনেট চলে আসে। এতে পাঠকদের অনেক সুবিধা হয়েছে। কিন্তু সংবাদপত্রকে নামতে হয়েছে অনেক বড় প্রতিযোগিতায়। এত সব প্রতিযোগিতার মুখে অনেক পত্রিকা হারিয়ে গেছে। অনেকে আবার হয়তো টিকে আছে কোনোমতে। এর মাঝে ব্যতিক্রম দৈনিক আজাদী চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন দৈনিক পত্রিকা হিসেবে নয় আজাদী আজ ৬২ বছরেও টিকে আছে সগৌরবে। ভালোবাসায় আজাদী পূর্ণ করুক তার শতাব্দী কাল। শত বৎসর পূর্তিতে হবে একটি জমজমাট আয়োজন চট্টগ্রামবাসী তার অপেক্ষায় রইলো।

পূর্ববর্তী নিবন্ধ‘বাউল সম্রাট’ শাহ আবদুল করিম
পরবর্তী নিবন্ধআজাদী পরিবারকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন