মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে আজ থেকে টিকাদান শুরু ২টায়

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২০ পূর্বাহ্ণ

মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে করোনার টিকাদানের সময়সূচিতে পরিবর্তন এনেছে চসিকের স্বাস্থ্য বিভাগ। এতদিন সকালে টিকাদান চললেও আজ রোববার থেকে দুপুর ২টায় টিকাদান শুরু করা হবে। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী এ তথ্য নিশ্চিত
করেছেন। তিনি বলেন, মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের টিকাদান কার্যক্রম মোস্তফা হাকিম কলেজে পরিচালনা করা হচ্ছিল। কিন্তু রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাচ্ছে। যেহেতু কলেজের কার্যক্রম শুরু হচ্ছে, সেহেতু সেখানে সকালে টিকাদান কার্যক্রম চালানো যাবেনা। তাই সকালের পরিবর্তে এই কেন্দ্রে দুপুর ২টা থেকে টিকাদান শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। রোববার আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ১০ উপজেলায় নতুন শনাক্ত নেই
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ইউপি সদস্যসহ তিনজনকে গণপিটুনি, পুলিশে সোপর্দ