আগ্রহ না দেখানো ছবিটিও পেল ৭টি সিনেমা হল

আজাদী ডেস্ক | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৭:০৫ পূর্বাহ্ণ

লকডাউনের পর সিনেমা হল খুলে গেলেও নেই নতুন ছবি। সেই সুযোগ নিচ্ছেন পুরনো সিনেমার প্রযোজক পরিচালকরা। গতকাল শুক্রবার দেশের ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নারীর শক্তি’ নামের একটি পুরনো ছবি। যা গত ঈদুল ফিতরে মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। লকডাউনের পর সিনেমা হল বন্ধের নিষেধাজ্ঞা উঠে গেলে দুই সপ্তাহ পর হলে নতুন করে মুক্তি পেল এই ছবিটি। এই ছবির নায়িকা ও প্রযোজক সিমি ইসলাম কলি জানান, নারীর শক্তি সিনেমায় তিনিসহ আরও অভিনয় করেছেন আশীক চৌধুরী, রিনা খান, দুলারী প্রমুখ।
চলতি বছরের মার্চ মাসে মুক্তি দেওয়ার কথা ছিল ‘নারীর শক্তি’। কিন্তু সে সময় এই সিনেমা নিতে আগ্রহ দেখায়নি কোনো হল। হল মালিকরা আগ্রহ না দেখানো সেই ছবিটিও এবার পেলো সাতটি প্রেক্ষাগৃহ। সেগুলো হল, চিত্রামহল সিনেমা ঢাকা, আনন্দ সিনেমা ঢাকা, বিজিবি সিনেমা পিলখানা ঢাকা, নিউ গুলশান সিনেমা জিনজিরা ঢাকা, বর্ষা সিনেমা জয়দেবপুর, নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ, সঙ্গীতা সিনেমা খুলনা।

পূর্ববর্তী নিবন্ধতালেবানের হুমকি উপেক্ষা করে আফগানিস্তানে নারীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধটলিউডে মিথিলার ‘নীতিশাস্ত্র’