রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি বসতঘর। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা কাজী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে
দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, অগ্নিকাণ্ডে ওই এলাকার শওকতুল ইসলাম ও আবু ছৈয়দসহ ৩ জন মালিকের একাধিক কক্ষ বিশিষ্ট একটি দোতলা ও দু’টি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা ঘর থেকে কিছুই বের করতে পারেনি।
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তারা স্বাবলম্বী না হওয়া পর্যন্ত আরও সহযোগিতা করা হবে।