বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন চট্টগ্রাম শাখার উদ্যোগে সিপিআরসি’র সহযোগিতায় রোটারি সেন্টারে গত ৮ সেপ্টেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ছিল দীর্ঘমেয়াদী কোভিডে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার যে অবনতি হয় সেই অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা ও সচেতনতা সম্পর্কে গুরুত্ব দেওয়া। কোভিডে আক্রান্ত রোগীরা ফুসফুসের সমস্যার পাশাপাশি বিভিন্ন জয়েন্ট ও মাংসপেশীতে ব্যাথা, শারীরিক অক্ষমতা, প্যারালাইসিস হলে ব্যাথা দূর করতে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে ৫ বছর মেয়াদী বিপিটি ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্টদের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান খনরঞ্জন রায়, সাংবাদিক দেবদুলাল ভৌমিক, সাংবাদিক প্রবীর বড়ুয়া, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, সিপিআরসি’র পরিচালক কামাল হোসেন, ফিজিওথেরাপিস্ট সাজ্জাদ হোসেন, মিরাজ হোসেন প্রমুখ। শেষে ফিজিওথেরাপি দিবস উপলক্ষে কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।