কবিগুরুর প্রয়াণ দিবসে ‘তুমি রবে নীরবে’ অনুষ্ঠান

| শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১০ পূর্বাহ্ণ

কবিগুরুর প্রয়াণ দিবস স্মরণে সরকারি কমার্স কলেজ ৯২-৯৩ শিক্ষাবর্ষের বি.কম (সম্মান) ব্যবস্থাপনা ও হিসাবিবজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল ওয়েবিনার গত ৪ সেপ্টেম্বর ‘তুমি রবে নিরবে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড ও উৎপল পালের যৌথ সঞ্চালনায় কবি স্মরণে আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য দেন, ইন্সেপেক্টর অব পিবিআই আবদল্লাহ আল মাহফুজ, রোটারিয়ান গোপাল পাল, সহকারী অধ্যাপক আকতার হোসেন, অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, মাহবুবুল ইসলাম রাজিব, মেহেদী হাসান লিটন। আবৃত্তি পরিবেশন করেন, নাদিম শাহ্‌ আলমগীর, সেলিম মিয়া প্রমুখ। ওয়েবিনারে সঙ্গীত পরিবেশন করেন, অনিরুদ্ধ সেন গুপ্ত। আরো যুক্ত ছিলেন নুরুল আফসার, নাজিম উদ্দীন, ফরহাদ হোসেন, সরোয়ার কামাল, সজয় মজুমদার, রহমত উল্লাহ্‌ চৌধুরী, মাহফুজুর রহমান সোহেল, নাজমুল হক মিঠু, মেহুল পাল, শ্রেয়িতা পাল, মাশিয়াত ইসলাম সুবহা, মুহাম্মদ তানজীমুল হক, ঐশিকা পাল, নীলাম্বর বড়ুয়া সুস্মিত, মালিয়াত ইসলাম সুরা, সকাল মজুমদার, মো. ফাহিম শাহরিয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমান রণাঙ্গনে থেকেই যুদ্ধ করেছেন
পরবর্তী নিবন্ধবিশ্ব ফিজিওথেরাপি দিবসে ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশনের সভা