ছয় ওষুধের দোকানকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৫০ পূর্বাহ্ণ

জেলা প্রশাসনের নির্দেশনায় হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন। অভিযানে তিনি ৬ ফার্মেসীকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন।
অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান জানান, গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্দেশনায় মহানগরের বিভিন্ন ওষুধের দোকানে ড্রাগ আইন ১৯৪০ এর ১৮ বর্ণিত শর্ত ভঙ্গ করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় নগরীর দেওয়ানহাট এলাকার নিহা ড্রাগ হাউসকে ২০ হাজার টাকা, শতমূল গাজী চিকিৎসালয় কে ২৫ হাজার টাকা, এবং জুবলি রোডের নোবেল মেডিকেল হল কে ৫০ হাজার টাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফাতেমা ফার্মেসিকে ২০ হাজার টাকা, গাজী ফার্মেসীকে ৩০হাজার টাকা, রাবেয়া ফার্মেসি কে ৫০ হাজার টাকা সহ মোট ৬ প্রতিষ্ঠানকে ১,৯৫,০০০/ হাজার টাকা জরিমানা করা হয়।
ড্রাগ লাইন্সেস, ফার্মাসিস্ট লাইসেন্স না থাকা ও বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, মোটো অফ লেভেলিং টেম্পারিং নকল এবং বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধ বিক্রি করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন র‌্যাব ৭ এর মেজর মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে নেতৃত্ব দেন বিভাগীয় ওষুধ পরিদপ্তরের সহকারি পরিচালক সালমা সিদ্দিকা প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন। মহানগর ও জেলা ব্যাপি অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান।

পূর্ববর্তী নিবন্ধ১৮ হাজার টাকার স্ক্র্যাপ ডাকাতি করতে ‘পাহারাদার’ খুন
পরবর্তী নিবন্ধনিয়োগের সুপারিশ পেলেন ৪ হাজার চিকিৎসক