চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০৮ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এসময় ১ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৬৭ জন ও উপজেলার ৪১ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৫৬০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে নগরীর ৭২ হাজার ৯৫৮ জন ও উপজেলার ২৭ হাজার ৬০২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। তিনজনই উপজেলার বাসিন্দা। মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৬২ জন। এতে নগরীর ৭০০ জন ও উপজেলার ৫৬২ জন।
গত জুলাই ও আগস্ট মাসের পর চলতি মাসের শুরু থেকে করোনাভাইরাসের রূপ কিছুটা নমনীয় হলেও সংক্রমণ হার দ্রুত ওঠানামা করছে। গত ৬ সেপ্টেম্বর ১৯৮ জনের নতুন সংক্রমণ ও ১২ দশমিক ৬২ শতাংশ আক্রান্তের হার ওঠেছিল। আগের দিন ৫ সেপ্টেম্বর সংক্রমণ হার ৬ শতাংশে নেমে এসেছিল। এদিন ৭৬ জন করোনা রোগী ধরা পড়ে। হার ছিল ৬ দশমিক ৭ শতাংশ। ৫ করোনা রোগির মৃত্যু হয়। এদিকে, গতকালের ৪ জনসহ এ মাসের প্রথম সাত দিনে ২৭ করোনা রোগির মৃত্যু হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল বৃহস্পতিবার এসব তত্য নিশ্চিত করেন।












