চট্টগ্রামে আরো ১০৮ শনাক্ত মৃত্যু ৩

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০৮ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এসময় ১ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৬৭ জন ও উপজেলার ৪১ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৫৬০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে নগরীর ৭২ হাজার ৯৫৮ জন ও উপজেলার ২৭ হাজার ৬০২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। তিনজনই উপজেলার বাসিন্দা। মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৬২ জন। এতে নগরীর ৭০০ জন ও উপজেলার ৫৬২ জন।
গত জুলাই ও আগস্ট মাসের পর চলতি মাসের শুরু থেকে করোনাভাইরাসের রূপ কিছুটা নমনীয় হলেও সংক্রমণ হার দ্রুত ওঠানামা করছে। গত ৬ সেপ্টেম্বর ১৯৮ জনের নতুন সংক্রমণ ও ১২ দশমিক ৬২ শতাংশ আক্রান্তের হার ওঠেছিল। আগের দিন ৫ সেপ্টেম্বর সংক্রমণ হার ৬ শতাংশে নেমে এসেছিল। এদিন ৭৬ জন করোনা রোগী ধরা পড়ে। হার ছিল ৬ দশমিক ৭ শতাংশ। ৫ করোনা রোগির মৃত্যু হয়। এদিকে, গতকালের ৪ জনসহ এ মাসের প্রথম সাত দিনে ২৭ করোনা রোগির মৃত্যু হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল বৃহস্পতিবার এসব তত্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধখোলা চিনি কেজি ৭৪, প্যাকেট ৭৫ টাকা নির্ধারণ
পরবর্তী নিবন্ধহাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে