কালাচারাল হেরিটেজ ঘোষিত চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ চট্টগ্রামের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাবেশে বক্তারা এই ঘোষণা দেন।
নাগরিক কমিটির সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ গেজেটভুক্ত প্রজ্ঞাপনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রণিত ডিটেইল এরিয়া প্ল্যানে সিআরবিকে কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। সিআরবিকে প্রোটেকটেড এরিয়া হিসেবে সংরক্ষনের নির্দেশ দেয়া হয়। সেই হিসেবে সিআরবিতে কর্মাশিয়াল ব্যবহারের জন্য অনুমতি দেয়া যাবে না। সিআরবিতে বেসরকারি ব্যবস্থাপনায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ সংবিধান পরিপন্থী কাজের শামিল। হেরিটেজ হিসেবে গেজেটভুক্ত হওয়া সিআরবিতে সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে এই ধরনের স্থাপনা নির্মাণ সাংবিধানিক আইন লংঘন করার শামিল, যা আইনত দন্ডনীয় অপরাধ। সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চলমান আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই-আন্দোলন চলবে।
ছাত্রলীগ নেতা মাহমুমুদুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক হোসাইন কবির, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, যুগ্ম সদস্যসচিব রাশেদ হাসান, স্বপন মজুমদার, হাসান মনসুর, আবৃত্তিকার প্রনব চৌধুরী, অ্যাডভোকেট রাশেদুল আলম রাশেদ, আফম মোদাচ্চের আলী, শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, হাসিনা আক্তার টুনু, গাজী জসিম উদ্দিন, মিনু মিত্র, রেজাউল আলম রিজন, এমআর হৃদয়, হোসেইন আহমেদ, রুবেল, ইকবাল কায়সার, জাহেদ হোসেন সাইমুন, আনোয়ার হোসেন পলাশ, মাইমুন উদ্দিন মামুন, রুপম সরকার, বিপু ঘোষ, অনিক, সোহেল, জামসেদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












