ভাসানচর থেকে পালানো আরো ৯ রোহিঙ্গা আটক

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৩৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে আবারো ৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সাহেরখালী সমুদ্র উপকূলীয় এলাকার খেয়ার হাট থেকে ৯ রোহিঙ্গাকে আটক করা হয়। আটক রোহিঙ্গারা হলো মো. নয়ন (২২), মো. আনিস (১৪), ফাতেমা (৬০), হুমাইরা (৩০), রোজিনা আক্তার (১৯), একরাম (৬), জিহাদুল ইসলাম (৩), ইয়াসিন (১) ও আজিজা বিবি (১৮)।
থানার ওসি মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গারা সাগরপথে ট্রলারে করে ভাসানচর থেকে মীরসরাই সমুদ্র উপকূলীয় এলাকায় ঢুকে পড়ে। স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা ভাসানচর থেকে কুতুপালং যাওয়ার উদ্দ্যেশে বের হয়েছিল বলে জানা গেছে।
এর আগে গত ৩০ মে থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৭১ মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) দালাল চক্রের মাধ্যমে নোয়াখালীর ভাসানচর থেকে সাগরপথে মীরসরাই পালিয়ে আসে। তাদের আটক করে মীরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের ২৫ টন রাসায়নিক ধ্বংসের জন্য পাঠানো হচ্ছে সুনামগঞ্জে
পরবর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ