দিল্লীতে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমের ব্যাপক সাড়া

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ২:০৬ অপরাহ্ণ

প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)-তে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’-এর উদ্বোধীন অনুষ্ঠান এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের অংশগ্রহণসহ অন্যান্য অনুষ্ঠান ভারতীয় গণমাধ্যমগুলোর ব্যাপক মনযোগ আকর্ষণ করেছে। অধিকাংশ জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও অনলাইল পোর্টালে ‘বঙ্গবন্ধু মিটিয়া সেন্টার’ এর উদ্বোধনের খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ ও সম্প্রচার করেছে। ভারতের রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেল ‘দূরদর্শন’, অল ইন্ডিয়া রেডিও, রিপাবলিক টিভি এবং বেসরকারি এএনআই ক্লাব থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। বাংলাদেশের বাইরে এ ধরনের ঘটনা এই প্রথম। খবর বাসসের।
এনডিটিভি এই উদ্বোধনী অনুষ্ঠানের ওপর একটি বিশেষ প্রতিবেদনও সম্প্রচার করেছে। বিশিষ্ট সাংবাদিক ও ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার অনুষ্ঠানটি উদ্বোধন করেন। পাশাপাশি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, হিন্দু, পিটিআই, মিলেনিয়াম পোস্ট ও আনন্দবাজার পত্রিকা বিশেষ গুরুত্ব দিয়ে অনুষ্ঠানি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে। ১৯৫৮ সালে স্থাপিত প্রেস ক্লাব অব ইন্ডিয়ার বর্তমান সদস্য সংখ্যা ৪ হাজার ৩শ। দিল্লী ও ভারতের অন্যান্য রাজ্যের বিভিন্ন অনলাইন পোর্টালগুলো এই উদ্বোধনী অনুষ্ঠানটি নিয়ে প্রতিবেদন দিয়েছে। এমনকি হিন্দি ও উর্দু ভাষার পত্রিকাগুলোও এই অনুষ্ঠানের উপর প্রতিবেদন প্রকাশ করেছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনের সহায়তায় পিসিআই-এর এই মিডিয়া সেন্টারটি স্থাপিত হয়েছে। এতে আধুনিক ডিজিটাল সুবিধা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধজোয়ার-ভাটার সময়সূচি